সারাদেশে সর্বমোট ডেঙ্গু রোগী ভর্তি ৭৮৭০ জন

প্রকাশঃ ২০১৯-০৮-১৬ - ১৭:২৫

ঢাকা অফিস : সামগ্রিকভাবে সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কমেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে, বুধবার থেকে হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে বলেও জানানো হয়। বর্তমানে সারা দেশে ৭৮৭০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার দুপুরে সংবাদ সম্মেলন করে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. সানিয়া তহমিনা জানান, রাজধানীতে গড়ে চার শতাংশ এবং ঢাকার বাইরে দুই শতাংশ রোগী ভর্তি কমেছে। তবে যথাযথ ব্যবস্থা না নিলে এবং আবহাওয়া অনুকূলে না থাকায় এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়।

তিনি বলেন, ‘সারাদেশে এখন ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা সাত হাজার আটশ সত্তর জন, যেটা আগের দিন যত ছিলো তার তুলনায় ৪% কম। আগের দিনের তুলনায় নতুন ভর্তি রোগীর শতকরা হিসেবে বললে, ৩% রোগী বেড়েছে। সমন্বিত প্রচেষ্টা ছাড়া এডিস মশার আক্রমণ থেকে বাঁচা খুবই কঠিন।’

তিনি আরও বলেন, ‘ঢাকার বাইরে যাতে ডেঙ্গু ব্যাপকভাবে ছড়াতে না পারে, সেজন্য উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ১২৬ জন স্বাস্থ্য সহকারীকে সিটি কর্পোরেশনে দায়িত্ব দেয়া হয়েছে। যাদের একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মারা যায়।’