সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

প্রকাশঃ ২০১৯-০৮-১৫ - ১৮:৩০

ঢাকা অফিস : ফেনীর লেমুয়ায় পিকনিকের একটি বাস গাছের সাথে ধাক্কা লেগে আটজন নিহত হয়েছেন। এছাড়া ফরিদপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ ও টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আরো ১০ জন মারা গেছেন।

বুধবার রাতে নারায়ণগঞ্জের আদমজী থেকে প্রাইম প্লাস পরিবহনের বাসটি ৪৫ জন যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়। বৃহস্পতিবার ভোরে ফেনী সদর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া বাজার এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ছয়জনের মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে ২০ জন।

আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়। এছাড়া গুরুতর অবস্থায় সাতজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এদিকে, ফরিদপুরে ভাঙ্গায় দুই বাসের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছে। সকালে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের ভাঙ্গার নোয়াপাড়া ২ নম্বর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। এতে আহত হয় কমপক্ষে ২৫ জন।

এছাড়া, কিশোরগঞ্জের কটিয়াদীর আছমিতায় পিকআপ ভ্যান চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে। আহত হয়ছে চারজন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।