সারা দেশে শীতের তীব্রতা বেড়েছে

প্রকাশঃ ২০২০-০১-০৭ - ১১:১৯

ঢাকা অফিস : রাজধানীসহ সারা দেশে শীতের তীব্রতা বেড়েছে। সন্ধ্যার পর থেকে বইছে হিমেল হাওয়া ।  উত্তরঞ্চলসহ দেশের বিভিন্নস্থানে শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ।

কুড়িগ্রামে কুয়াশার সাথে হিমেল হাওয়া বাড়িয়ে দিচ্ছে শীতের তীব্রতা। ফরিদপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, কুড়িগ্রাম, যশোর ও চুয়াডাঙ্গায় বয়ে যাওয়া মৃদ্যু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।

এদিকে শিগগিরই একটি তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। চলতি মৌসুমে সারাদেশে শীতজনিত রোগে আক্রান্ত হয়েছে, ৩ লাখ ২৭ হাজার ১০ জন। আর শীতজনিত রোগে মারা গেছে ৫১ জন।