সিরিয়ায় বন্দি আইএস জঙ্গিদের ফিরিয়ে নিতে ট্রাম্পের আহ্বান

প্রকাশঃ ২০১৯-১০-১৪ - ১৫:১০

আন্তর্জাতিক : সিরিয়ার কারাগারগুলোতে বন্দি আইএস জঙ্গিদের ফিরিয়ে নিতে ইউরোপের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক টুইট বার্তায় ট্রাম্প বলেন, দুই কুখ্যাত আইএস জঙ্গিকে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে। এখন ইউরোপের উচিত, বাকি বন্দীদের ফিরিয়ে নেয়া। যুক্তরাষ্ট্র আর কোন বন্দি নেবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

সম্প্রতি তুর্কি সীমান্তবর্তী সিরিয়ার কুর্দি অবস্থানগুলোতে সামরিক অভিযান শুরু করে তুরস্ক।  এতে কুর্দি শিবিরগুলোতে আটক আইএস জঙ্গিদের পাহারা দেয়া কঠিন হয়ে পড়ে কুর্দি বাহিনীর পক্ষে। রবিবার তাদের পক্ষ থেকে বলা হয়, সেনা অভিযান অব্যাহত থাকলে জঙ্গিদের পাহারা দেয়া সম্ভব হবে না।