সুতারখালির নানা দূনির্তীর কাহিনী বর্তমানে ইউটিউবে!

প্রকাশঃ ২০১৯-১০-২১ - ২০:০২

দাকোপ, খুলনা : সুতারখালি ইউনিয়ন পরিষদের নানা দূনির্তীর কাহিনী বর্তমানে ইউটিউবে দেখা ও শুনা যাচ্ছে ।খুলনা জেলার দাকোপ উপজেলাধীন সুতারখালি ইউনিয়ন পরিষদকে ঘিরে সারাবছর সামাজিক যোগাযোগ মিডিয়া ফেসবুক সহ নানা লেখালেখিতে দেখা গেলেও গত কয়েকদিন যাবৎ নতুন আংগিকে নতুন ষ্টাইলে ইউটিউবে একের পর এক চাল চুরির কাহিনী,চুরির টাকা ভাগাভাগির কাহিনী,জনপ্রতিনিধিদের চাল চুরির কাহিনী,প্রেম কাহিনী,তাদের অন্তরঙ্গ ভঙ্গিতে তোলা ছবি ফাঁস,রাস্তার কাজ সহ নানা প্রকল্পের অনিয়মের কাহিনী একের পর এক পাবলিক উদ্যোগী হয়ে প্রকাশ ও প্রচার করে চলেছে বলে ইফটিউব ও ফেসবুক ঘেটে বিস্তারিত জানা গেছে ।ইউটিউবের ভিডিওতে দেখা যাচ্ছে যে এক মেম্বরের সাথে সুতারখালি ইউপি সচিব ফোনালাপে দীর্ঘ সময় ধরে ইদের সময়ে বরাদ্দ চাল চালনাবাজারে ২০/২৫ বস্তা বিকরি,মেম্বরদের জন্য আলাদা আড়াই টন, সচিব চন্দ্র বালা প্রায়ই আপনজনের ন্যায় এসব ম্যানেজ করে দেয় তাই তাকে পরিবারের সদস্যর মত মনে করেন চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান । এদিকে একই সময় সুতারখালি পরিষদের এক মেম্বরের প্রেমের কথাবার্তা ,ছবি ও অডিও নিয়ে একের পর এক ইউটিউবে প্রকাশিত ও প্রচারিত হয়ে চলেছে তাদের কাহিনী ও চাল চুরির কাহিনী ইউটিউবে সার্চ দিলেই বেশ কয়েকটি সুতারখালির ভিডিওতে দেখা যাবে বলে অনেকেই জানান ।এ বিষয় সুতারখালির ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আলি ফকির বলেন আমার ছেলের সাথে মেম্বরের বিরোধের কারনে এসব হয়েছে,নারী ঘটিত বিষয়ে বলেন ও ঘটনা সত্য তাদের সম্পর্ক আছে । আর মেম্বর বলেন একটি মহল আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে চলেছে,ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।