সুন্দরবনে আগ্নেয়াস্ত্র ও তক্ষক উদ্ধার

প্রকাশঃ ২০১৯-০৭-২৪ - ১৫:১১

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনে আগ্নেয়অস্ত্র ও বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করেছে কোস্টগার্ড।কোস্ট গার্র্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লেঃ বিএন আবদুল আল মাহমুদ এক প্রেসবিজ্ঞপ্তিতর মাধ্যমে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে সুন্দরবনের আন্দারমানিক খাল সংলগ্ন এলাকায় ও মঙ্গলবার সন্ধ্যায় মোংলা থানার লাউডোব ঘাট এলাকায় অভিযান চালিয়ে চালিয়ে ৪ রাউন্ড গুলি, ৩ টি বিদেশী বন্দুক ও ১ টি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, বাংলাদেশ কোস্ট গার্র্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা,বনদস্যুতা, ডাকাতি ও দমনে কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অবলম্বন করে এবং কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র(বিদেশী) ও তাজাগোলা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কয়রা থানায় ও তক্ষকটি সুন্দরবনে অবমুক্ত করার জন্য করমজল ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।