সুন্দরবনে ৬টি আগ্নেয়াস্ত্রসহ ২ বনদস্যু আটক

প্রকাশঃ ২০১৭-১০-১৫ - ১৬:৩৮

আবু হোসাইন সুমন, মোংলা : সুন্দরবনের জোংড়া খাল থেকে বনদস্যু মোস্তফা ওরফে মাছ মামুন বাহিনীর দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-০৮। আটককৃতদের কাছ থেকে ৬টি আগ্নেয়াস্ত্র ও ১৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।
র‌্যাব-০৮ এর উপ-পরিচালক মেজর সোহেল রানা প্রিন্স জানান, পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের (মোংলা) জোংড়া খাল এলাকায় বনদস্যু মোস্তফা বাহিনী অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব সদস্যরা। অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে দুই দস্যুকে আটক করা হয়। বাকী দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। আটক দস্যুরা হলো বাগেরহাটের রামপাল থানার রমজাইপুর গ্রামের মাহমুদ সরদারের ছেলে রিপন সরদার (৩৫) ও সাতক্ষীরার শ্যামনগর থানার চুনকুড়ি গ্রামের আব্দুল গাজীর ছেলে আবু সাইদ গাজী। পরে আটককৃতদের কাছ থেকে ১টি দুইনালা বন্দুক, ২টি একনালা বন্দুক, ১টি কাটা রাইফেল, ২টি ওয়ান শুটার গান ও ১৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। রবিবার বিকেলে অস্ত্র-গুলিসহ দস্যু রিপন ও সাইদকে খুলনার দাকোপ থানায় হস্তান্তর করেছে র‌্যাব।