সড়কে শৃঙ্খলা ফেরাতে পরিবহন আইন মেনে চলুন -খুলনা পুলিশ সুপার

প্রকাশঃ ২০১৯-১১-০৩ - ১৯:১৪

ফুলতলা অফিসঃ খুলনা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন করা হয়েছে। নিয়ম মেনে ড্রাইভিং লাইসেন্স, রেজিষ্টেশন, ট্রাক্স টোকেন, রুট পারমিট থাকলে সাজা ও দন্ডের ভয় পাওয়ার কিছু নেই। অকারণে ট্রাফিক পুলিশ হয়রানী করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোববার বেলা ১১টায় ট্রাফিক বিভাগ খুলনা জেলা ও ফুলতলা থানা কর্তৃক আয়োজিত সড়ক পরিবহন আইন-২০১৮ বিষয়ক সচেতনা মুলক সভা ও ওপেন হাউস ডে পালন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ওসি মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আনিছুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ভারপ্রাপ্ত ইউএনও রুলী বিশ্বাস। ওসি (তদন্ত) উজ্জ্বল দত্তের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ট্রফিক ইন্সপেক্টর মিজানুর রহমান, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, বণিক নেতা রবিন বসু, ইমাম হোসেন মোড়ল, হাজী আশরাফ, রবিউল ইসলাম মন্টু, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, ট্রাক শ্রমিক ইউনিয়ন সভাপতি পংকজ দে, সম্পাদক আনু ভুইয়া, শ্রমিক নেতা সনজিৎ বসু, ইসমাইল হোসেন বাবলু প্রমুখ।