হবিগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডে পুড়েছে ১০ ঘর

প্রকাশঃ ২০১৮-১২-০৬ - ১৯:২৮

ঢাকা অফিস : হবিগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে অন্তত ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। জেলা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ দলনেতা সামছুল আলম জানান, গত বুধবার মধ্যরাতে উমেদনগর গ্রামের পুরানাহাটি এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আর এতে করে প্রায় ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয় লোকজন গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, আগুনে তালুক মিয়া, বাজেস্টর মিয়া, নজরুল ইসলাম, জসিম মিয়া, ইব্রাহিম মিয়া, মোস্তফা মিয়াসহ অন্তত ১০ জনের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা জানান, জসিম মিয়ার বসতঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

গাজীপুরে আগুনে পুড়েছে ১৬ ঘর: গাজীপুর সিটি করপোরেশনে মালেকের বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে চারটি দোকান ও ১৬টি বসতঘর পুড়ে গেছে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাকির হোসেন জানান, গত বুধবার রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে তিনি বলেন, আগুনে মাহবুবা আলমের দুটি দোকান, বসতবাড়ির ১০টি ঘর ও পারুল আক্তারের দুটি দোকান ও বসতবাড়ির ছয়টি ঘর মালপত্রসহ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।