হাজারো ফুলের শুভেচ্ছায় ইউএনও আহমেদ জিয়াউর রহমানকে বিদায়

প্রকাশঃ ২০২০-০১-০৫ - ১৮:০৮

মহিদুল ইসলাম( শাহীন) বটিয়াঘাটা : বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জিয়াউর রহমানকে বটিয়াঘাটা বাসি তুলনা করেছেন ৯ মাসে যেমন দেশ স্বাধীন হয়েছে, তেমনি ৯ মাসে বটিয়াঘাটা জয় করেছেন এই কর্মকর্তা। এজন্য তাকে উপজেলা বাসি ঐতিহাসিক বিদায় সংবর্ধনা প্রদান করেছেন। গত বৃহস্পতিবার বেলা ২ টায় উপজেলার পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জিয়াউর রহমান, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, চঞ্চলা মন্ডল, এসিল্যান্ড রাশেদুজ্জামান, প্রিনসিপ্যাল অমিতেষ দাশ,উপজেলা আ,লীগ সম্পাদক দিলীপ হালদার,  ইউপি চেয়ারম্যান যথাক্রমে মনোরঞ্জন মন্ডল, আশিকুজ্জামান, মোল্যা ইসমাইল হোসেন, গোলাম হাসান, মিজানুর রহমান মিলনসহ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা আ,লীগ, উপজেলা পরিষদ, উপজেলা প্রানী সম্পদ অফিস, মংস্য অফিস, কৃষি অফিস, এলজিইডি অফিস, সমাজসেবা অফিস, মহিলা বিষয়ক অফিস, যৃব উন্নয়ন অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাধ্যমিক শিক্ষা অফিস, বিআরডিবি অফিস, তথ্য অফিস, প্রাথমিক শিক্ষা অফিস, পরিসংখ্যান অফিস, হিসাব রক্ষন অফিস, আনছার ভিডিবি অফিস, নির্বাচন কমিশন অফিস, বন বিভাগ, পোষ্ট অফিস, সাব রেজিষ্ট্রী অফিস, বটিয়াঘাটা সরকারি ডিগ্রি কলেজ, মাধ্যমিক শিক্ষক সমিতি, প্রাথমিক শিক্ষক সমিতি, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, পুবালী ব্যাংক, রুপালী ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক, হেঃ কোঃ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, চক্রাখালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান, বিভিন্ন এনজিও,সাংবাদিক , উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, যুবলীগ,ছাত্রলীগ এবং বিভিন্ন ওয়ার্ডের মেম্বরগন তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের সকলকে সঙ্গে নিয়ে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচছা জানান। উপজেলার আ,লীগ সভাপতি ও উপজেলা পরিষদের তিন বারের নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান বলেন, এই উপজেলার ইতিহাসে যতগুলো ইউএনও এসেছেন তার মধ্যে তিনি সৎ ও কর্মঠ বিধায় তাকে এই ঐতিহাসিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে, আমরা যদি ভালোকে ভালো না বলি তাহলে সমাজ থেকে ভালো শব্দটি বিদায় নেবে। একজন ইউপি চেয়ারম্যান বলেন, অল্প সয়ের মধ্যে যতটুকু তাকে চিনেছি তাতে মনে হয় উপজেলায় যত রাস্তায় ইটের কাজ হবে তত রাস্তায় ১নাম্বার ইট তিয়ে কাজ করতে হবে। অন্য একজন জনপ্রতিনিধি বলেন, ঘুর্নি ঝড় বুলবুলে আমরা বাইরে বের হতে পারিনি অথচ এই মহৎ মানুষটি হেটে হেটে ছাতা মুড়ি দিয়ে বিভিন্ন এলাকায় যেয়ে খোঁজখবর নিয়েছেন। সদর ইউপি চেয়ারম্যান বলেন, বিশাল বড় এই মঞ্চের সামলে শত শত ফুলের ডালী ও বটিয়াঘাটা মাঠ জুড়ে মানুষের ঢল, তাদের উপস্থিতিই প্রমান করে তিনিই শতভাগ সং একজন ব্যাক্তি। একটি বাড়ি একটি খামারের সভাপতি শাহীন ও সম্পাদক সোলায়মান বলেন, ৯ মাসে দেশ স্বাধীন হয়েছে কিন্তু এখন সেই স্বাধীন দেশের সুর্য্য সন্তান এই ইউএনও ৯ মাসে বটিয়াঘাটা জয় করেছেন, তারা আরও জানান,মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা চায় দেশকে দুর্নিতী মুক্ত করতে, তবে দেশ দুর্নিতী মুক্ত করতে হলে দেশের প্রতি উপজেলায় এই বিদায়ী  ইউএনওর মতো মহৎ মানুষ প্রয়োজন। সার্বিক বিষয় বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জিয়াউর রহমান বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন না চাইলে আজকের এই সন্মান পাওয়া যেতোনা। তাই সবাইকে বলতে চাই যার যার জায়গায় থেকে সৎ ভাবে কাজ করবেন তাহলে দেখবে এমর সন্মান সবাই পাবেন।