হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানবন্ধন

প্রকাশঃ ২০১৭-১১-১৬ - ১৩:২৮

জয় মহন্ত অলক, ঠাকুরাগাঁও : রংপুরের ঠাকুরপাড়ায় হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নি সংযোগ, লুটপাট ও হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানবন্ধন কর্মসুচি পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদ জেলা শাখাসহ কয়েকটি সংগঠন।

বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপি এ কর্মসুচি পালন করা হয়।

এসময় মানবন্ধনে বক্তব্য দেন, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি প্রবীর কুমার রায়, সাধারন সম্পাদক দীপক কুমার, পুজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক তাপস কুমার ঘোষ প্রমূক।

বক্তারা বলেন, আমাদের রাষ্ট্র শান্তিপ্রিয় রাষ্ট্র। এ রাষ্ট্রে কিছু ব্যাক্তি সাম্প্রদায়িক উসকানি দিয়ে দেশের সুনাম ক্ষুন্নের পাশাপাশি সাম্প্রদায়িক বিভেদ করার চেষ্টা করছে। আমরা আশা করবো দ্রুত দোষি ব্যাক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি ব্যবস্থা করা হবে। সেই সাথে দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এসব চক্রান্তকারিদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান তারা।