হিলিড় আড়ৎ গুলোতে কাঁচা মরিচের কেজি ৪০ টাকা

প্রকাশঃ ২০২০-০৭-০৬ - ১৯:১৯

হিলি প্রতিনিধিঃ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে কাঁচা মরিচের আমদানি। আমদানি বাড়ায় কেজিতে ১৫ থেকে ২০ টাকা কমে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৪২ থেকে ৪৫ টাকা কেজি দরে। এসব আমদানিকৃত কাঁচা মরিচ গত ২ দিন আগে আড়ৎ গুলোতে বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি দরে। আমদানিকৃত এসব কাঁচা মরিচ প্রতিকেজি ২১ টাকা শুল্ক দিয়ে আমদানি করছে ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক বাবলুর রহমান জানান,বন্যার কারনে দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচের আবাদ নষ্ট হয়েছে । তাই দেশে কাঁচা মরিচের চাহিদা মেটাতে ও দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে পণ্যটি আমদানি করা হচ্ছে।আগের থেকে আমদানি বাড়ায় বন্দর এলাকায় দাম কমতে শুরু করেছে।

ঢাকা মরিচ কিনতে আসা পাইকার হেলাল ও রংপুর থেকে আসা গোলাম মোস্তফা জানান,প্রতিবছর এই বন্দর থেকে আমরা মরিচ কিনি আজকেও মরিচ কিনলাম।দাম কম হওয়ায় আজকের ৬ গাড়ি কিনেছি।আর এসব মরিচ দেশের বিভিন্ন আড়ৎ গুলোতে আমরা দেয়।

হিলি কাষ্টমস সুত্রে জানা যায়,গত দুই কর্ম দিবসে ভারতীয় ৩০ ট্রাকে ১শ ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ৩৮ লক্ষ ৮৪ হাজার টাকা টাকা।