হেলমেট পরা মটরসাইকেল চালকদের নিমের চারা দিয়ে পুরস্কৃত

প্রকাশঃ ২০১৯-০৬-০৯ - ১৯:২১

নওয়াপাড়া(যশোর) প্রতিনিধি : হেলমেট পরা মটরসাইকেল চালকদের নিমের চারা দিয়ে পুরস্কৃত করলেন নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আতাউর রহমান। রবিবার দুপুরে যশোর খুলনা মহাসড়কের রাজঘাটে সড়ক নিরাপত্তার জন্য অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময়ে মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী ১৫ টি যানবাহনের বিরুদ্ধে পুলিশ শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি যে সকল মটর সাইকেল চালক ট্রাফিক আইন মান্য করে সড়কে চলাচল করে,তাদের হাতে পরিবেশ রক্ষাকারী নিম গাছের চারা তুলে দেন। চারা গ্রহণকারী মটর সাইকেল চালক মনিরুজ্জামান বলেন,পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানাই। তিনি বলেন,সারা বাংলাদেশে এ ধরণের উদ্যোগ ছড়িয়ে পড়–ক। চারাগ্রহণকারী অপর চালক মিজানুর বলেন, দুষ্টের দমন ও শিষ্টের পালন হোক। অর্থাৎ ভাল কাজের পুরস্কার ও মন্দ কাজের শাস্তির মাধ্যমে মহাসড়ক হোক সকলের জন্য নিরাপদ। ওসি আতাউর রহমান বলেন, পরিবেশ রক্ষার কাজ ও সড়ক নিরাপত্তা বিধান দুই- ই হলো। পাশাপাশি দেশ সেবার কাজটি করতে পারলাম।