১০ দেশে খাদ্যাভাবে প্রতিদিন ১২ হাজার মানুষ মারা যেতে পারে

প্রকাশঃ ২০২০-০৭-০৯ - ১৮:৫২

আন্তর্জাতিক : করোনা সংকটে বিশ্বের ১০টি দেশে খাদ্যাভাবে প্রতিদিন অন্তত ১২ হাজার মানুষ মারা যেতে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, করোনা মহামারিতে অর্থনৈতিক ও সামাজিক বিপর্যয়ে এ মৃত্যু হতে পারে। ইয়েমেন, আফগানিস্তান, দক্ষিণ সুদান, সিরিয়া, গণপ্রজাতন্ত্রী কঙ্গোর মতো দেশগুলো এ তালিকায় রয়েছে।

অক্সফাম বলছে, করোনা সংকটে এসব দেশে খাদ্য সংকট চরম পর্যায়ে পৌঁছেছে। এছাড়া ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার মত  উন্নয়নশীল দেশগুলোতেও খাদ্যের অভাব দেখা দিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে চলতি বছরের শেষ নাগাদ, বিশ্বে ২৭ কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে যাচ্ছে।