২০২০ সালে সরকারি ছুটি ২২ দিন

প্রকাশঃ ২০১৯-১০-২৮ - ১৯:০৯
ঢাকা অফিস : ২০২০ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। মোট ছুটি থাকবে ২২ দিন। এরমধ্যে, সাধারণ ছুটি ১৪ দিন ও নির্বাহী আদেশে সরকারি ছুটি ৮ দিন।

সোমবার সকালে, নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। অনুমোদিত ছুটির তালিকায় হিন্দু ও খ্রিস্টানদের ঐচ্ছিক ছুটি ৮ দিন করে, মুসলমান ও বৌদ্ধদের ৫ দিন এবং পার্বত্যবাসীর নিজ নিজ উৎসবের জন্য দুইদিন করে ঐচ্ছিক ছুটি রয়েছে।

এছাড়া, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ারও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এটি ছিলো মন্ত্রিপরিষদ সচিব হিসেবে মোহাম্মদ শফিউল আলমের শেষ সংবাদ সম্মেলন।