২০২১ এর আগে করোনার ভ্যাকসিনের ব্যবহার নয়

প্রকাশঃ ২০২০-০৭-২৩ - ১৩:১০

আন্তর্জাতিক : বিশ্বে করোনার ভ্যাকসিন নিয়ে গবেষণা দ্রুত গতিতে এগিয়ে চললেও আগামী বছরের আগে তা ব্যবহার করা যাবে না বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমার্জেন্সিজ প্রোগ্রামের নির্বাহী প্রধান মাইক রায়ান।

তিনি বলেন, ভ্যাকসিন উদ্ভাবনের দিকে যত দ্রুতই এগিয়ে যাওয়া হোক না কেন সুরক্ষার ক্ষেত্রে কোন ছাড় দেয়া হবে না। এটি যেন মানবদেহের জন্য ক্ষতিকর না হয় এবং করোনা প্রতিরোধে কার্যকরী হয় তা নিশ্চিত করে তবেই ব্যবহারের অনুমতি দেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্বে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ লাখ ২০ হাজারের বেশি মানুষের। শনাক্ত হয়েছেন ১ কোটি ৫৩ লাখের বেশি। আর সুস্থের সংখ্যা ৯৩ লাখ ছাড়িয়েছে।