২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ১,৫৭২ জন

প্রকাশঃ ২০১৯-০৮-২০ - ১৩:৩৫

ঢাকা অফিস : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালে শরীয়তপুরের ডামুড্যায় এক গৃহবধূ মারা গেছেন। এছাড়া, ফরিদপুরে এক ভ্যানচালক মারা গেছেন।

গত রাতে, ডেঙ্গু রোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাহেব আলী (৪৫) নামের এক জনের মৃত্যু হয়েছে। মৃতের বাড়ি রাজবাড়ী জেলার মাটিরপাড়া নামক স্থানে। তার পিতার নাম মন্দের আলী। সাহেব আলী গতকাল দুপুরে (সোমবার) রাজবাড়ি থেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, গত ২৪ ঘণ্টায় ১,৫৭২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে, রাজধানীতে ৭৫০ জন আর বিভিন্ন জেলায় ৮২২ জন। গতকাল সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৬১৫ জন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের হার কম রয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬,৭৩৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছে। সারা দেশে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫৪,৭৯৭ জন।