৪০তম বিসিএস পরীক্ষার ফল জানবেন যেভাবে

প্রকাশঃ ২০১৯-০৭-২৫ - ১৬:৫৫

ঢাকা অফিস : ৪০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের লক্ষ্যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এর  ডাকা বিশেষ সভা শেষে আজই প্রিলিমিনারির ফল প্রকাশ করা হতে পারে।

পরীক্ষার্থীরা এই পরীক্ষার ফল পিএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে হতে জানতে পারবেন।

পিএসসির তথ্য অনুসারে, বিগত বছরের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এর আবেদন প্রক্রিয়া শুরু হয় ৩০ সেপ্টেম্বর এবং শেষ হয় ১৫ নভেম্বর। এই বছরের ৩ মে পরীক্ষা অনুষ্ঠিত হলে আবেদনকৃত মোট ৪ লাখ ১২ হাজার ৫৩২ জন প্রার্থীর মধ্যে ৩ লাখ ২৭ হাজার প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

এ পরীক্ষায় উপস্থিতির গড় হার ছিল ৭৯ দশমিক ৭০ শতাংশ। এর মধ্যে ঢাকায় ৭৭, রাজশাহীতে ৮২, চট্টগ্রামে ৭৯, খুলনা ও সিলেটে ৮১, বরিশালে ৭৯, রংপুরে ৮৪ ও ময়মনসিংহে সর্বোচ্চ ৮৫ শতাংশ প্রার্থী উপস্থিত ছিলেন।