৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পাস

প্রকাশঃ ২০১৯-০৬-৩০ - ১৪:১৪

ঢাকা অফিস : জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাস হয়েছে। আজ রবিবার ১০টায় শুরু হয় সংসদ অধিবেশন। মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাব নিয়ে আলোচনা ও নির্দিষ্টকরণ বিল পাসের মধ্য দিয়ে চূড়ান্ত হয় ২০১৯-২০ অর্থবছরের বাজেট।

টানা তৃতীয় মেয়াদে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গঠনের পর এটিই প্রথম বাজেট। অর্থমন্ত্রী হিসেবে আহম মুস্তফা কামালেরও এটি প্রথম বাজেট।

এর আগে শনিবার কয়েকটি কর প্রস্তাবে পরিবর্তন এনে পাস করা হয়েছে অর্থবিল। গত ১৩ জুন ২০১৯-২০ অর্থবছরের জন্য পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ও অর্থবিল-২০১৯ জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

এবারের বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ৮ দশমিক ২ শতাংশ। আজকের অধিবেশনে নিজ নিজ মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন ব্যয় নিয়ে মঞ্জুরি দাবি উত্থাপন করেন মন্ত্রীরা।