৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ

প্রকাশঃ ২০১৯-০৬-১০ - ১৭:১১

ঢাকা অফিস : রাজধানীর ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা হয় বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।  সোমবার সকালে, রাজধানীর খামারবাড়িতে ‘বিশ্ব নিরাপদ খাদ্য দিবস’ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার একথা বলেন।

অনুষ্ঠানে ভোক্তা অধিদপ্তর সংরক্ষণের এ উপপরিচালক জানান, ‘গেল এক বছরে নিয়মিত বাজার তদারকির প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ঢাকা শহরের প্রায় ৯৩ শতাংশ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করা হচ্ছে।’

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় অনেক প্রতিষ্ঠানকে জরিমানা করার পাশাপাশি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয় বলেও জানান মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।

এ অভিযান পরিচালনা করা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের প্রতারণা রোধে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে সারা দেশেই তদারকি টিম গঠন করা হয়েছে। এই তদারকি টিম কখনো ক্রেতা সেজে, কখনো ঝটিকা অভিযানের মাধ্যমে ফার্মেসিগুলোর কার্যক্রম নজরদারির আওতায় রেখেছে।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সরকারের উচ্চ পর্যায় থেকে নিরাপদ খাদ্যের বিষয়টি মনিটরিং করা হলেও জনবহুল এই দেশে তা নিশ্চিত করাটা কঠিন। এ সময়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ হামিদুর রহমান বলেন, ‘নিরাপদ খাদ্য নিশ্চিত কারো একার দায়িত্ব নয়, সংশ্লিষ্ট সবার সচেতনতা ও আইনের শক্ত অবস্থান জরুরি।’

আলোচনায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআইয়ের প্রতিনিধি ও বিভিন্ন সুপারমার্কেটের কর্ণধাররা উপস্থিত ছিলেন। ৭ই জুন সারা বিশ্বে ‘নিরাপদ খাদ্য দিবস পালিত হয়। আর এবারই প্রথম বেসরকারিভাবে বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন এ দিবসটি পালন করে। এ উপলক্ষ্যে ওই দিন থেকেই সারা দেশের সুপার মার্কেটগুলোয় সপ্তাহব্যাপী ‘ভোক্তা সেবা সপ্তাহ পালিত হচ্ছে।