★ বিরল নক্ষত্র ★

প্রকাশঃ ২০১৭-১২-১৫ - ১৯:১৩

তুষার দত্ত,ডুমুরিয়া,খুলনা

 

বিনম্র চিত্তে স্যালুট জানাই,
বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান তোমাকে।
এমন ভাবে কাঁদিয়ে চলে গেছ তুমি,
এখনো রক্ত ক্ষরণ হয় সমস্ত পৃথিবীর বুকে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
জলজলে এক নক্ষত্র হারালাম।
মৃত্যুর আগে যে কৃর্তি রেখে গেছ তুমি,
স্বর্ণ অক্ষরে লেখা থাকবে তোমার নাম।
৭ই মার্চের রেসকোর্স ময়দানের জ্বালাময়ী ভাষণ,
প্রতিটা বাঙ্গালীর দামালের রক্তে উঠেছিল শিহরণ।
পাকিস্তানের খাঁনসেনারা পারিনি সেদিন বাঁচতে,
নিশ্চিত হয়েছিল তাদের পরাজয় বরণ।
বঙ্গবন্ধু তুমি দেখিয়ে গেছ,
সমস্ত বাঙ্গালী জাতীর মুক্তির পথ।
বাংলার মাঁটি আর থাকবেনা পাকিস্তানের,
মনে মনে বীর বাঙ্গালী নিয়েছিল সেদিন শপথ।
৭ই মার্চ বঙ্গবন্ধুর দুনিয়া কাঁপানো ভাষনে,
প্রতিটা বাঙ্গালীর রক্তে ছড়িয়েছিলো যুদ্ধের দাবানল।
এমন বীর বাঙ্গালীকে রুখবে কে,
কাহার বাবার সাধ্য আছে বল?
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী,
সিংহের মত ছিলো যার গর্জন।
৭ ই মার্চের ভাষনে কেঁপেছিলো সারা দুনিয়া,
বঙ্গোপসাগরেও সেদিন উঠেছিলো স্বাধীনতার তর্জন।
কি প্রতিভা নিয়ে জন্মেছিলে তুমি,
রেখে গেছো অসামান্য অবদান।
৭৫ এর ১৫ আগষ্ট তোমাকে হত্যা করে,
সারা বিশ্বের কাছে উপাধী পেলাম বাঙ্গালী বড়ই বেইমান।
স্ব,পরিবারে তোমাকে হত্যা করে,
খুনিরা সেদিন মনে করেছিলো সব হয়ে গেছে শেষ।
কিন্তু ইতিহাসের পাতায় সেটা ছিলো চরম ভুল,
বঙ্গবন্ধু মানেই স্বাধীন বাংলাদেশ।
মৃত্যুর আগে এমন অবিস্মরনীয় কৃর্তি,
বিরল দৃষ্টান্তের স্থাপন।
বঙ্গবন্ধু শেখ মুজিব তোমাকে,
সমস্ত বিশ্ব এখনো কৃতজ্ঞতা করে জ্ঞাপন।
সু,স্বাগতম মুজিব তোমাকে,
বিনয়ের সাথে জানাই স্যালুট।
বিধাতার কাছে প্রার্থনা জানাই,
বাংলার ঘরে ঘরে যেন জন্মায়,
তোমার মত মাথা নত না করা পুত।