অধ্যক্ষ কামরুল ইসলাম’র বিশ্ব মানবাধিকার শান্তি পদক লাভ

প্রকাশঃ ২০১৮-০১-০৩ - ২০:৪৬

সেলিম হায়দার, সাতক্ষীরা : সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিনী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম সেলিম শিক্ষার উপর বিশেষ অবদান রাখায় এশিয়া হিউম্যান রাইটস ফাউন্ডেশ তাকে বিশ্ব মানবাধিকার শান্তি পদক দিয়েছেন। গত ৩০ ডিসেম্বর ঢাকা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতিমিলনায়তনে এক পদক প্রদান অনুষ্ঠানে তাকে ঐ সম্মাননা দেওয়া হয়।

ভাষা সৈনিক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে হিসেবে উপস্থিত থেকে পুরুষ্কার প্রদান করেন বাংলাদেশ মানবাধিকার সংস্থার সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুস সালাম মামুন,বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি। ইতিপূর্বে তিনি শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ ২৭অক্টোবর-১৭’ শেরেবাংলাএ,কে ফজলুল হক গবেষণা পরিষদ কর্তৃক সম্মাননা পুরষ্কার এবং ২ডিসেম্বর-১৭ তারিখে ৭১ মিডিয়া ভিশনের পক্ষ থেকে মাদার তেরেসা সম্মাননা পুরষ্কার পান। উল্লেখ্য,শিক্ষার মানোন্নয়নে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মালয়েশিয়াতে প্রশিক্ষণের জন্য তিনি মনোনিত হয়েছেন। কলেজটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠাকালীন সময় থেকে তিনি অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছেন। বিদ্যাপীঠটির সার্বিক শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক সহযোগিতা করেন প্রতিষ্ঠানের সভাপতি প্রণব ঘোষ বাবলু।