মাসুদ তাজ (যশোর) অভয়নগর : অভয়নগরে এক রাতে তিনটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাতে পৃথক এ চুরির ঘটনাগুলো ঘটে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলা পরিষদ ও নওয়াপাড়া প্রেসক্লাব সংলগ্ন আলী আকবর অটো ইলেকট্রিক ওয়ার্কসপ, মনির ইজিবাইক ওয়ার্কসপ ও নোমান স’মিল সংলগ্ন রহিমাফরোজ পরিবেশক নোমান এন্টারপ্রাইজে। তিনটি দোকানের চুরি হওয়া মালামালের পরিমান প্রায় ৭ লাখ টাকা হতে পারে বলে প্রতিষ্ঠান মালিকরা জানিয়েছেন। এ ব্যাপারে মঙ্গলবার অভয়নগর থানায় পৃথক অভিযোগ দায়ের হয়েছে।
আলী আকবর অটো ইলেকট্রিক ওয়ার্কসপের মালিক জানান, তার দোকানের ৭টি তালা ভাঙ্গে যানবাহনে ব্যবহৃত ৪৪ পিস ব্যাটারী যার বাজার মূল্য ৫ লাখ ৬০ হাজার টাকা এবং ক্যাশ বাক্সে রক্ষিত নগদ প্রায় ২০ হাজার টাকা চুরি হয়েছে। পাশ্ববর্তী মমিন ইজিবাইক ওয়ার্কসপের মালিক জানান, সাট্রারের তালা ভাঙ্গে ক্যাশ বাক্সে রক্ষিত নগদ ১৮ হাজার টাকা চুরি হয়েছে। অপরদিকে একই রাতে নোমান এন্টারপ্রাইজের মালিক জানান, রহিমাফরোজের লুকাস নামীয় ৬টি বড় ব্যাটারী চুরি করে নিয়ে গেছে চোর চক্র। যার বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা। ক্ষতিগ্রস্থ তিন ব্যবসা প্রতিষ্ঠান মালিক পৃথক ভাবে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে অভয়নগর থানার ওসি শেখ গণি মিয়া জানান, অভিযোগ দায়ের হওয়া মাত্র চুরি হওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন পূর্বক মালামাল ও নগদ অর্থ উদ্ধার সহ অপরাধীদের গ্রেফতারে পুলিশি অভিযান শুরু করা হয়েছে।