অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে চেতনানাশক ওষুধ খাইয়ে এমভি চিত্ত মাষ্টার নামের একটি মালবাহী জাহাজের ৬ জন কর্মীর মালামাল চুরির ঘটনা ঘটেছে। মারাত্মক অসুস্থ ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে উপজেলার ভৈরব নদ তীরবর্তী মরহুম কাওছার আলী দপ্তরীর ঘাটে এ ঘটনাটি ঘটে।
জাহাজের ড্রাইভার অসুস্থ লিটন হোসেন জানান, অপরিচিত তিন যুবক তাদের জাহাজে নেশা করার জন্য বুধবার রাত আনুমানিক ১০ টায় উঠে আসে। রাতে জাহাজে উঠতে নিষেধ করলে ভয়ভীতি দেখিয়ে খাবার ঘর হয়ে নিচে নেমে জাহাজের পার্শ্বে দাড়িয়ে থাকে ওই ৩ যুবক। এরপর রাতের খাবার খেয়ে সকলে দ্রুত ঘুমিয়ে পড়েন। গতকাল বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী জাহাজ কর্মীরা অচেতন অবস্থায় পড়ে থাকা ৬ জনকে স্থানীয় শ্রমিক ইউনিয়নের সহযোগিতায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। অল্প খাবার খাওয়ায় জাহাজ মাষ্টার লিটনের দ্রুত জ্ঞান ফিরে পায়। জ্ঞান ফেরা মাত্র সে জাহাজে গিয়ে দেখেন তাদের ব্যবহৃত ৬টি দামী মোবাইল ফোন ও নগদ ২০ হাজার টাকা চোর চক্র নিয়ে গেছে। অসুস্থদের বিষয়ে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, ৬ জনকে চেতনানাশক ওষুধ খাওয়ানো হয়েছিল। এক জনের অবস্থা ভালো তবে বাকি ৫ জনের অবস্থা আশংকাজনক। চিকিৎসাধীন জাহাজ কর্মী সুকানী সুমন, রেজাউল, গ্রীজার মফিজুর, লস্কর হাবিবুর ও রহিম।
এ ব্যাপারে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন নওয়াপাড়া শাখার কর্যকরী সভাপতি লিটু শেখ জানান, ঘটনাটি দু:খ জনক। এখন থেকে ঘাটের কোন জাহাজে বহিরাগত যে কেউ উঠলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।