নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি : জাগ্রত নাগরিক কমিটি(জানাক),অভয়নগর শাখার উদ্যোগে এক সভা গত রবিবার বিকালে সাউদার্ণ ইংলিশ স্কুলএ্যান্ড কলেজে প্রিন্সিপাল মো: মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,এমআরডিআইয়ের সুশাসনের জন্য উত্তম সেবা প্রকল্পের প্রজেক্ট ফ্যাসিলেটেটর মুরশিদা খাতুন। সভায় সিদ্ধান্ত হয় আগামী শুক্রবার সকাল ৮ টা ১৫ মিনিটে তালতলা রেলস্টেসনে তথ্য অধিকার আইন ও সুশাসনের জন্য নাগরিক সভা এবং একই দিন ১০ টা ১৫ মিনিটে নওয়াপাড়া ওয়াকওয়েতে জনসাধারণের অংশগ্রহণে র্যালি বের হবে। ১২ জুন সকালে নওয়াপাড়া রেল স্টেসন এলাকা থেকে বের হবে সাংস্কৃতিক র্যালি।