অভয়নগরে নির্ধারিত সময়ের ১০ মিনিট পূর্বে আনন্দ শোভাযাত্রা

প্রকাশঃ ২০১৭-১১-২৫ - ১৫:৪২

মাসুদ তাজ (যশোর) অভয়নগর  : সমগ্র দেশের ন্যয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরী অব দ্য’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্ট্রা’ এ অন্তর্ভূক্তির মাধ্যমে “বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের” স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষ্যে যশোরের অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ইউএনও এম এম মাহমুদুর রহমানের নের্তৃত্বে নির্ধারিত সময় শনিবার সকাল ১০টা ১৫ মিনিটের পরিবর্তে সকাল ১০টা ৫ মিনিটে বের করা হয়। নির্ধারিত সময়ের ১০ মিনিট পূর্বে বের করায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ জনগণ অংশগ্রহণ করতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। এ ব্যাপারে নওয়াপাড়ার ঐতিহ্যবাহী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও ম্যানেজিং কমিটির নের্তৃবৃন্দ ক্ষোভের সূরে অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীর মধ্যে এ আনন্দ বিলিয়ে দিতে দেশব্যাপী আনন্দ শোভাযাত্রার আয়োজন করেন। কিন্তু উপজেলা প্রশাসন তাদের অব্যবস্থাপনায় হ-য-ব-র-ল পরিস্থিতি সৃষ্টি করে ঘোষিত নির্ধারিত সময়ের আগেই তা বের করে আমাদের অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করেছে। অপরদিকে একই ধরণের অভিযোগ করেছে, আরো অন্তত্য ৭ থেকে ৮টি শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। তাদের দাবী এ ধরণের কর্মককান্ড পরবর্তীতে যথাযথ সময় ও নিয়মানুসারে করলে কোন ধরণের ক্ষোভ বা অভিযোগের সুযোগ থাকবেনা। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলার এক কর্মকর্তা জানান, নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের স্থায়ী ম্যুরাল থাকার পরও উপজেলা প্রশাসন কি ভাবে বঙ্গবন্ধুর একটি ছবি ঝুলিয়ে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে। অপরদিকে সকাল থেকে নওয়াপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর মুরালে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আসলাম হোসেনের নের্তৃত্বে সদস্য, শিক্ষক ও শিক্ষার্থী, দৈনিক নওয়াপাড়া সহ বিভিন্ন প্রতিষ্ঠান ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে। এছাড়া উপজেলা প্রশাসন র‌্যালি পরবর্তী নওয়াপাড়া শংকরপাশা সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৭ মার্চের ভাষণের চলচ্চিত্র প্রদর্শণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ৪ শিক্ষার্থী বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেলা সাড়ে ১২ টায় কার্যক্রমের সমাপ্তি ঘটে। হ-য-ব-র-ল পরিস্থিত ব্যাপারে ইউএনও এম এম মাহমুদুর রহমান বলেন, প্রচুর উপস্থিতির কারণে উপজেলা পরিষদ চত্তরে স্থান সংকুলান না হওয়ায় নির্ধারিত সময়ের কয়েক মিনিট পূর্বে আনন্দ শোভাযাত্র বের হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের অভিযোগের বিষয়ে দুঃখ প্রকাশ করেন তিনি।