অভয়নগর (যশোর) : অভয়নগরে বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে একশত হত দরিদ্র শীতার্ত প্রতিবন্ধীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ (ইউসিবি) নওয়াপাড়া শাখার সহযোগিতায় এ কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে রাজঘাট মাইলপোষ্টে বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান কার্যালয় চত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ দেলোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন ইউসিবি ব্যাংক খুলনা আঞ্চলিক প্রধান ও ভাইস প্রেসিডেন্ট ফকির আক্তারুল আলম। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গোলাম এহিয়া। সহকারি পরিচালক (প্রশিক্ষণ) এস এম ফারুক হোসেনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, চলিশিয়া ইউনিয়ন সেল্স হেল্প গ্রুপের সহ-সভাপতি হাসানুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সাবেক চেয়ারম্যান ও নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম রফিকুল আলম সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।