অভয়নগর (যশোর) : অভয়নগর উপজেলা প্রাণিসম্পাদ দপ্তরের আয়োজনে প্রাণিসম্পাদ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার এম এম মাহমুদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অফিসার ড.আবুজার সিদ্দিকী, প্রকল্প বাস্তবায়ন অফিসার রিজিবুল ইসলাম, সহকারী মৎস্য অফিসার আলমগীর হোসেন ও ইউপি চেয়ারম্যান খান এ কামাল।