মাসুদ তাজ, অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া থেকে নষ্ট ইউরিয়া সার গুড়া করে নতুন প্যাকেটে ভরে সরকারী বাফারে প্রেরণ ও খুচরা বিক্রি কারছে সাউথ ডেল্টা শিপিং এন্ড ট্রেডিং লি: নামের একটি প্রতিষ্ঠান।
ডিলার ও কৃষকদের অভিযোগের ভিত্তিতে রোববার বিকেলে সরেজমিনে উপজেলার মশরহাটি গ্রামে সাউথ ডেল্টার কয়েকটি গুদামে গিয়ে দেখা গেছে, বৃষ্টির পানিতে ভেজা প্রায় ২ বছরের পুরাতন নষ্ট জমাট বাধা হাজার হাজার বস্তা ইউরিয়া সার বরফ ভাঙ্গা মেশিনের সাহায্যে গুড়া করে নতুন বিসিআইসি’র ৫০ কেজির বস্তায় ভরা হচ্ছে। এছাড়া আরো কয়েকটি গুদামের মধ্যে নষ্ট সার মাটিতে ফেলে গুড়া করে শোকানো হচ্ছে। কর্মরত শ্রমিকরা জানান, বড় বড় জমাট বাধা সার পুরাতন বস্তা থেকে বের করে মেশিনে গুড়া করাই তাদের কাজ। এরপর গুড়া করা সার নতুন লাল ও সাদা বস্তায় ভরছে আমাদের অপর একটি শ্রমিক দল।
সাউথ ডেল্টা নওয়াপাড়া অফিসের দায়িত্বে থাকা কর্মকর্তা মাহাবুবুর রহমান লাবু জানান, আশুগঞ্জ ফার্টিলাইজার এন্ড কেমিক্যাল কোম্পানী লি: এর নির্দশনা মোতাবেক মজুদ ও ড্যাম্পিংকৃত শক্ত জমাট বাধা ব্যবহার অনুপযোগী সার ভেঙ্গে গুড়া করে ব্যবহার উপযোগি নেট ৫০ কেজি ওজনের ব্যাগে ভরে যশোর বাফার গুদামে পৌছানোর অনুমতি নেওয়া আছে। ওই নির্দেশনা পত্রটি গত বছরের ১৫ ফেব্রুয়ারি ২০১৭ এর হওয়ায় তাঁর নিকট জানতে চাওয়া হয় এটাতো এক বছর আগের নির্দেশনা। এ বছরের নির্দেশনা পত্র চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করতে বলে সংবাদকর্মীদের ম্যানেজ করার চেষ্টা করেন। এ সময় সাউথ ডেল্টার লজিস্টিক ম্যানজার এমডি মাহাবুবুর রহমান খান সোহেলের ০১৭২০-৫৪৪৭৩৩ মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলে তিনি কল রিসিভ করেননি। এ ব্যাপারে বিসিআইসি যশোর বাফার গুদামের হিসাব রক্ষক ও ইনচার্জ আব্দুর রহিম খন্দকার জানান, ২০১৭ সালে সাউথ ডেল্টার জমাট বাধা সার গুড়া করে যশোর বাফারে প্রেরণের নির্দেশনা ছিল। তবে ২০১৮ সালের বিষয়টি তিনি জানাতে পারেননি।
গোপন সূত্রে জানা গেছে, সাউথ ডেল্টা নওয়াপাড়া গুদাম থেকে নি¤œ মানের চায়না পানপাতা চিকন ইউরিয়া সার লাল বস্তায় ভরে ডিলারদের নিকট সরবরাহ করছে। এছাড়া চায়না থেকে আমদানীকৃত ইউরিয়া সার নিজদের অব্যবস্থাপনার কারণে জমাট বাধায় পূনরায় তা গুড়া করে বিসিআইসির বলের প্যাকেটে ভরে বাজারজাত করছে। যে কারণে সব থেকে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে সাধারণ কৃষক। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। আর এই কৃষকের মাঝে বিভিন্ন ডিলারদের মাধ্যমে নষ্ট ইউরিয়া সার বিক্রির ফলে চরম অর্থনৈতিক ক্ষতির সম্মুখিন হচ্ছে তারা। ফসল উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। এর সাথে জড়িত প্রতিষ্ঠান ও কর্মকর্তা এবং ডিলারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন কৃষক ও একাধিক ডিলাবৃন্দ।