অভয়নগর (যশোর) : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে অভয়নগরে র্যালি, আলোচনা সভা ও জয়িতা সংবর্ধণা প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৯ ডিসেম্বর অভয়নগর হানাদার মুক্ত দিবস হওয়ায় সোমবার দিবসটি উদযাপিত হয়। উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধণা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম মাহমুদুর রহমান।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, প্রকৌশলী কামরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রীণা মজুমদার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলীফ নূর, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা প্রমুখ। পরে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে সফল নারী জননী আনোয়ারা বেগম, সমাজ উন্নয়নে শান্তি লতা ঘোষ, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলা মৌসুমী, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফল শায়লা ইয়াসমিন ও অর্থনৈকি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী রীতা রায়কে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। এরআগে সকালে বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ থেকে বের করা হয়।