রবিউল ইসলাম মিটু,যশোর : যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান বিপিএম, পিপিএম (বার) আইজিপি ব্যাচ অর্জন করেছেন। চোলাই মদ উদ্ধারে সারা দেশে প্রথম ও অস্ত্র-গুলি উদ্ধারে তৃতীয় স্থান অর্জন করায় তিনি আইজিপি পুরস্কার করেছেন। বুধবার রাজধানী রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশ সপ্তাহ ২০১৮ তে আইজিপি শহীদুল হক তার হাতে ক্রেস্ট ও ব্যাচ পরিয়ে দেন। এ সময় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার আনিসুর রহমান যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড ও বিরামপুর থেকে জঙ্গি নির্মূলে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন। এছাড়া তিনি যশোর থেকে মাদক, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকান্ড প্রতিহত করতে বিশেষ ভূমিকা পালন করেন।