ঢাকা অফিস : আইনের সঠিক প্রয়োগ না থাকায় প্রকাশ্যে রিফাত হত্যার মতো ঘটনা বারবার ঘটছে বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। শনিবার অফিসার্স ক্লাবে সেক্টর কমান্ডারস ফোরামের জাতীয় সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
কাজী রিয়াজুল হক আরও বলেন, ‘আমরা এখনও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পারিনি। যার ফলশ্রুতিতে, অপরাধীরা অপরাধ করে যাচ্ছে, মানুষ দাঁড়িয়ে দেখছে। আমরা সাধারণ মানুষের বা ভিকটিমের নিরাপত্তা যতদিন নিশ্চিত করতে না পারব, ততদিন পর্যন্ত মানুষ এগিয়ে আসবে না।’