ফুলতলা (খুলনা) প্রতিনিধি : খুলনার ফুলতলা আইয়ান জুট মিলস্ লিমিটেড এর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে মিলের কর্মরত সাড়ে ৪ হাজার শ্রমিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ পূর্বক আগামী ১৪ এপ্রিল পর্যন্ত মিল বন্ধ ঘোষনা করা হয়। মানবিক এ কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব ফেরদৌস ভুঁইয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিরেক্টর মোহাম্মদ জহির উদ্দিন রাজীব, ডিরেক্টর তাজ উদ্দিন আহমেদ সজীব, সহ-মহাব্যবস্থাপক মোরশেদ আহমেদ, মিল ম্যানেজার অনুপম মিত্র, ব্যবস্থাপক (প্রশাসন) নাফিজ ইমতিয়াজ, ব্যবস্থাপক (ক্রয়) মাজহারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এদিকে লক ডাউনে কর্মহারা অসহায় শ্রমজীবি দেড় হাজার পরিবারের মাঝে খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করা হয়।