বটিযাঘাটা প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১আসন বটিয়াঘাটা-দাকোপ থেকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে পঞ্চানন বিশ্বাস আবারও মনোনয়ন লাভ করায় এলাকায় খুশির জোয়ার বইছে। সোমবার তিনি তার নির্বাচনী এলাকায় পৌঁছলে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে উপজেলা সদর পর্যন্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ যেন উচ্ছাসে মুখরিত হয়ে ওঠে। তাকে এগিয়ে আনার জন্য একটি বিশাল মোটর সাইকেল বহর তার আসার পথে ফকিরহাটের কাটাখালী নামক স্থানে গিয়ে অপেক্ষা করে। বেলা বারটার দিকে বহরটি তাকে নিয়ে বটিয়াঘাটা বাজারে পৌঁছালে হাজার হাজার নারী পুরুষ তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। এসময় বাজার চত্তরে তিনি তার শুভাকাক্সখীদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে এ আসন থেকে নির্বাচন করার জন্য চিঠি দিয়েছেন। আপনারা সকল প্রকার মতভেদ ভুলে নৌকাকে জয়লাভ করতে সহায়তা দিবেন। নির্বাচনের পর আমি যেন নৌকা শেখ হাসিনাকে উপহার দিতে পারি। এসময় উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ রায়, জেলার আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নবকুমার চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, শেখ হাদীউজ্জামান হাদী, ইসমাইল হোসেন বাবু, আওয়ামীলীগ নেতা রবীন্দ্র নাথ সরকার, আকরাম হোসেন, মোশারেফ হোসেন মুসা, যুবলীগ নেতা অনুপম বিশ্বাস, ছাত্রলীগের সাবেক সভাপতি মিঠুন রায়, সাবেক ছাত্রলীগ নেতা ও সাংবাদিক এসএম ফরিদ রানাসহ বিভিন্ন ইউনিয়ন ও দাকোপ থেকে আগত নেতৃবৃন্দ।