মনোজ রায় হিরু, পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারীতে পুলিশ কর্তৃক সুদুর নারায়নগঞ্জ থেকে পলাতক আসামীকে গ্রেফতার পূর্বক তার হেফাজত থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। ধৃত আসামী উপজেলার মোলানী গ্রামের জনৈক মো: ফয়জুল হকের ছেলে মো: শামীম ইসলাম(২০)। পুলিশ সুত্রে জানা গেছে, একই এলাকার পনের বছর বয়সী এক কিশোরীকে গত ৬ জুন/২০২১ কৌশলে অপহরন করে পালিয়ে নিয়ে যায় আসামী শামীম। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ৯ জুন/২০২১ একটি অপহরন মামলা দায়ের করে আটোয়ারী থানায়। যার নং-০৪। মামলার তদন্তকারী কর্মকর্তা সাব ইনস্পেক্টর দীপেন্দ্র নাথ সিংহ মোবাইল লোকেশন ট্রেকিং করে ৩১ জুলাই নারায়নগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানা এলাকার পাগলাপীর বাজার থেকে আসামীকে গ্রেফতার করে। পরে তার হেফাজত থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। ১ আগষ্ট আসামী ও ভিকটিমকে আদালতে পাঠায় পুলিশ।