মনোজ রায় হিরু, আটোয়ারী : আসন্ন পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করবো আমরা- প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার শাহ মো: রাশেদুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহান। সভায় চলমান করোনা পরিস্থিতিতে সকলকে স্বাস্থ্য বিধি মেনে নামাজ আদায়, পশু কোরবানী সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তবলী বাস্তবায়নের জন্য উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমামগণকে অনুরোধ করা হয়।