মনোজ রায় হিরু, পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারীতে গাঁজার গাছ সহ এক গাঁজা চাষীকে আটক করেছে পুলিশ। শনিবার (৩১ জুলাই) সন্ধায় বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষিদ্বার এলাকা থেকে মো: নুরুজ্জামান (৩৫) নামে গাঁজা চাষীকে আটক করে। এসময় তার বাড়ি থেকে ২১টি গাঁজার গাছ উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্ত্বিতে সাব ইনস্পেক্টর মো: মোকারম হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল এ অভিযার পরিচালনা করে। ওই দিন রাতেই ধৃত গাঁজা চাষীর নামে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৮(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং ১ আগষ্ট সকালে আদালতের মাধ্যমে তাকে জেলে পাঠানো হয়েছে, এমনটি জানান আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন। উল্লেখ্য, করোনা প্রাদুর্ভাব শুরু থেকে উপজেলায় করোনা সংক্রমন ও বিস্তার রোধে পুলিশের অগ্রনী ভুমিকার পাশাপাশি এলাকার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক প্রতিরোধে স্থানীয় পুলিশ বিভাগ সর্বদা অঙ্গীকারবদ্ধ।