আটোয়ারীতে পানিতে পড়ে শিশুর মৃত্যু     

প্রকাশঃ ২০২০-০৬-১০ - ১৬:৫৯

মনোজ রায় হিরু, আটোয়ারী : পঞ্চগড়ের আটোয়ারীতে পানিতে পড়ে সিয়াম নামে আড়াই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বেলা ১২ টায় উপজেলার তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। ওই গ্রামের জনৈক মোঃ দুলাল হকের ছোট ছেলে সিয়াম বাড়ি সংলগ্ন পুকুরে হাঁসের বাচ্চা দেখতে গিয়ে পাঁ পিছলে পুকুরে পড়ে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। সিয়াম চার ভাই বোনের মধ্যে সবার ছোট। তোড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাসান হাবিব আল আজাদ শিশু সিয়ামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। শিশুটির মৃত্যুতে তাঁর পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।