আটোয়ারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশঃ ২০২০-০৮-০৪ - ১৯:৫৫

মনোজ রায় হিরু, আটোয়ারী : পঞ্চগড়ের আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার তোড়িয়া ইউনিয়নের কাটালী গ্রামে। শিশুর পরিবার সুত্রে জানা গেছে, দুই বছরের শিশু সাব্বিরকে বাড়িতে রেখে তার মা প্রতিদিনের ন্যায় মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। মায়ের চোখকে ফাঁকি দিয়ে সাব্বির(২) পুকুরের দিকে মায়ের কাছে হাটি হাটি পা পা করে যেতে থাকে। এক পর্যায়ে গোসলের পুকুরের পাড়ে মায়ের কাছে পৌছানোর আগেই অপর একটি পুকুরে পড়ে গিয়ে সাব্বির পানিতে ডুবে যায়। তার মা গোসল সেরে বাড়িতে গিয়ে সাব্বিরকে খোজাখুজি করে কোথাও না পাওয়া গেলে বাড়ির লোকজনকে বিষয়টি জানায়। পরিবারের লোকজন সহ খোজাখুজির এক পর্যায়ে গোসলের পুকুর সংলগ্ন অপর পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরিবারের লোকজন অবুঝ শিশুটিকে উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু নিশ্চিত করেন। শিশু সাব্বিরের পিতা মোস্তাফিজুর রহমানের দাম্পত্য জীবনে চার সন্তানের মধ্যে বড় তিন জনই কন্যা সন্তান, শিশু সাব্বির(২) সর্বকনিষ্ট একমাত্র পুত্র সন্তান ছিল। তার মৃত্যুতে পরিবারে মহুর্তে শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় আটোয়ারী থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন।