আটোয়ারীতে প্রধানমন্ত্রী’র মানবিক সহায়তার প্যাকেট পৌঁছে দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান       

প্রকাশঃ ২০২০-০৬-০২ - ২০:১৮

মনোজ রায় হিরু, আটোয়ারী : মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান  আটোয়ারীতে সাত শতাধিক মানুষকে খাদ্য সহায়তার প্যাকেট পৌঁছে দিলেন। এ উপলক্ষে মঙ্গলবার (২জুন) বিকেলে যথাক্রমে রাধানগর, আলোয়াখোয়া ও বলরামপুর ইউনিয়ন পরিষদে সাড়ে তিন শত মানুষকে খাদ্য সহায়তা করা হয়। পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার সাদাত সম্রাট প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকার কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ত্রাণের প্যাকেট তুলে দেন। এসময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ মাজেদুর রহমান বকুল, সদস্য মোছাঃ লুৎফা বেগম ও মোঃ মাসুদ করিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে রাধানগর ইউ’পি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, বলরামপুর ইউ’পি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান, আলোয়াখোয়া ইউ’পি চেয়ারম্যান প্রদীপ কুমার রায় সহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নির্বাচিত ইউ’পি সদসগণ উপস্থিত ছিলেন। এর আগে গত ৩১ মে উপজেলার মির্জাপুর, তোড়িয়া ও ধামোর ইউনিয়নের সাড়ে তিন শত মানুষকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার ত্রাণের প্যাকেট বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাঝে জেলা পরিষদের পক্ষে শতাধিক  পিপিই সরবরাহ করা হয়।