মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীর ধামোর ইউনিয়নের পানিশাইল গ্রামের এক বীরমুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কাজ সম্পন্ন হয়েছে। জানাগেছে, ওই গ্রামের মৃত: মো: আলম উদ্দীনের ছেলে বীরমুক্তিযোদ্ধা মো: আফসার আলী(৭০) দীর্ঘদিন থেকে প্যারালাইসিস সহ নানা রোগে ভুগছিলেন। সোমবার ভোররাতে তিঁনি গুরুতর অসুস্থ্য হন। তাৎক্ষণিক পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে ভোর ৫.১০ মিনিটে মৃত্যু বরণ করেন।
চলমান করোনা প্রকোপে সামাজিক দূরত্ব বজায় রেখে বীরমুক্তিযোদ্ধোকে শেষ শ্রদ্ধা জানাতে রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা। এসময় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীনের নেতৃত্বে শেষ সম্মান প্রদর্শনের পর পারিবারিক গোরস্থানে দাফন কাজ শেষ করা হয়। মৃত্যুকালে তিঁনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।