মনোজ রায়, আটোয়ারী প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার তোড়িয়া ইউনিয়নের যাদববাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মইনুল হকের বাড়িতে মঙ্গলবার দিবাগত রাতে এই দুর্ধর্ষ চুরি হয়। চোরদল বারান্দার গ্রিল ভেঙ্গে পৃথক দুটি রুম থেকে আলমারির তালা ভেঙ্গে সাত ভরি স্বর্ণ এবং নগদ তিন লক্ষ টাকা নিয়ে চম্পট দেয়। এ বিষয়ে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসানের সাথে কথা বললে তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে চুরির বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এখানে উল্লেখ যে, ওই বীর মুক্তিযোদ্ধার বড় ছেলে মোঃ মনোয়ার হোসেন মাদারীপুর জেলার এন,ডি,সি হিসেবে কর্মরত রয়েছেন। চুরির ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে।