আটোয়ারী, পঞ্চগড় প্রতিনিধিঃ প্রাণিসম্পদ অধিদপ্তর বাংলাদেশ এর সহযোগিতায় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বø্যাক বেঙ্গল জাতের ছাগলের মেলা র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণীসম্পদ দপ্তর চত্বরে ওই মেলার আয়োজন করা হয়। উপজেলার ১০ জন খামারি বেঙ্গল জাতের কয়েকশ’ ছাগল নিয়ে এ মেলায় অংশ গ্রহণ করেন। এদিকে সামাজিক দুরত্ব বজায় রেখে বুধবার (২৬ আগস্ট) সকালে মেলা উপলক্ষ্যে এক র্যালী বের করা হয়। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সভার শুরুতে প্রকল্পের উপর গুরুত্বারোপ করে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ভেটেনারি সার্জন ডাঃ শামিমা বেগম, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ পাপ্পু সেন, সাংবাদিক সহ উপকারভোগী খামারিগণ উপস্থিত ছিলেন।
পরে ছাগী ও পাঠা ছাগল খামারিদের মধ্য হতে দুই ক্যাটাগরি খামারি ভারতী রানী ও পশিনা বেগমকে সেরা নির্বাচন পূর্বক পুরস্কার প্রদান করা হয়। খামারিদের মাঝে পশুখাদ্য বিতরণ এবং ওষুধ প্রদান করা হয়। মাংসের চাহিদা পূরণে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালনে আগ্রহী করার জন্য এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে প্রাণীসম্পদ অফিস সূত্রে জানা গেছে।