মনোজ রায় হিরু, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২ আগষ্ট) বিকেলে উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজার সহ এর আশে পাশে বেশ কিছু সার ও কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করে ১২ হাজার একশত টাকা জরিমানা আদায় করা হয়। আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান অভিযানের নেতৃত্ব দেন। এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আবদুল্লাহ আল মামুন উপস্থিত থেকে সহযোগিতা করেন। উল্লেখ্য, চলমান আমন মৌসুমে এলাকার কৃষক যেন নায্য মূল্যে সার ও কীটনাশক ক্রয় করতে পারেন সেটি নিশ্চিত করতেই রুটিন কর্মসূচীর অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।