মনোজ রায় হিরু, আটোয়ারী : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিস্তার রোধে বিধি নিষেধ আরোপের ফলে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বিতরণ করলেন পঞ্চগড়-১ আসনের সাংসদ আলহাজ¦ মো: মজাহারুল হক প্রধান। আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জআনের সভাপতিত্বে বুধবার (৭ জুলাই) সকালে মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার ২৩৫ জন ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধান অতিথি মহোদয় উপহার সামগ্রীর প্যাকেট তুলে দেন। বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আ’লীগের সাধারণ সম্পাদক মো: তৌহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহান ও রেনু একরাম সহ আ’লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার হোটেল শ্রমিক, মুচি শ্রমিক, পাগলু চালক ও সেল্যুন শ্রমিকদের প্রত্যেককে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি করে তেল, ডাল ও লবন সম্বলিত উপহারের প্যাকেট তুলে দেওয়া হয়।