আটোয়ারীতে মাসিক আইনশৃংখলা সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২০-০৮-১০ - ১৭:৪৬

মনোজ রায় হিরু, আটোয়ারী : পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক আইনশৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে এ সভায় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহান ও রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মো: হুমায়ুন কবীর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরের প্রধানগণ, বিজিবি প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ ও সাংবাদিক প্রতিনিধিরা। সভায় সর্বসম্মতিক্রমে ৃগহীত সিদ্ধান্তবলীর মধ্যে অন্যতম হলো মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ, সকলকে বাধ্যতামূলক মাস্ক পরিধান ও বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালানোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা।