আটোয়ারীতে রোগাক্রান্ত ছাগল জবাইয়ের চেষ্টায় মাংস ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশঃ ২০২০-০৬-১১ - ২১:০৩

মনোজ রায়, আটোয়ারী প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে রোগাক্রান্ত ছাগল জবাইয়ের চেষ্টার সময় মো: জমির (৩৫) নামে এক মাংস ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। সে উপজেলার তোড়িয়া ইউনিয়নের ডোহাপাড়া গ্রামের মৃত: আব্দুল হকের পুত্র। বৃহস্পতিবার (১১জুন) দুপুরে উপজেলার ফকিরগঞ্জ বাজারের মাংস পট্টীতে আকষ্মিক মোবাইল কোর্ট পরিচালনার সময় এক রোগাক্রান্ত ছাগল জবাই করার প্রস্তুতি মহুর্তে মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নজরে পড়ে। তাৎক্ষনিক বিদায়ী আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২২ ধারা ভঙ্গের দায়ে উক্ত মাংস ব্যবসায়ীর কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভ্যাটেনারী সার্জন মোছা: শামীমা আক্তার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।