আটোয়ারীতে শুভ ডায়বেটিক হাসপাতাল ও সমিতির আনুষ্ঠানিক পথচলা শুরু

প্রকাশঃ ২০২০-০৬-২২ - ১৬:১৭

মনোজ রায়, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ উপজেলায় স্বাস্থ্য খাতে নতুন সংযোজন “শৃংখলাই জীবন” শ্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে শুভ ডায়াবেটিক হাসপাতাল ও সমিতির আনুষ্ঠানিক পথচলা শুরু হলো। সোমবার (২২জুন) দুপুরে উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। বিদায়ী আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানার সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহান ও রেনু একরাম এবং উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাঃ মো: সাইফজ্জামান বিপ্লব, রাধানগর ইউ’পি চেয়ারম্যান মো: আবু জাহেদ, তোড়িয়া ইউ’পি চেয়ারম্যান মো: হাসান হাবিব আল আজাদ ও ধামোর ইউ’পি চেয়ারম্যান কাজী নজরুল ইসলাম দুলাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: নজরুল ইসলাম, ব্যবসায়ী মো: খলিলুর রহমান, প্রতিষ্ঠানে জমিদাতা ব্যবসায়ী মো: রিয়াজুল ইসলাম (রিন্টু)ু ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো: সাজ্জাদ সেলিম সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় চার বছর আগে তৎকালীন ইউএনও আবু রাফা মোহাম্মদ আরিফ উপজেলায় ডায়াবেটিক হাসপাতাল স্থাপনের উদ্যোগ গ্রহন করেন। তাঁর উদ্যোগে সাড়া দেন উপজেলার ছোটদাপ গ্রামের আলহাজ্ব মো: রিয়াজুল ইসলাম রিন্টু। সিমিত পরিসরে আয়োজিত অনুষ্ঠানে কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন, তার একমাত্র ছেলে র: স: ম: সাজ্জাদ হোসেন শুভ অধ্যয়নরত অবস্থায় অজ্ঞাত রোগে মৃত্যু বরণ করেন। শুভ’র স্মৃতি ধরে রাখতেই শুভ ডায়াবেটিক হাসপাতালের নামে পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় ২৫ শতক জমি দান করেন। এ প্রসঙ্গে বিদায়ী ইউএনও শারমিন সুলতানা জানান, প্রতিষ্ঠানটি আটোয়ারীবাসীর। অতএব এটিকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনাদের। এখন থেকে এলাকার ডায়াবেটিক রোগীরা অত্র প্রতিষ্ঠানে স্বল্প খরচে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াও ডাক্তারের ব্যবস্থাপত্র নিতে পারবেন। তিনি প্রতিষ্ঠানটিকে টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন।