আটোয়ারীতে সুরক্ষা সামগ্রী ও খাদ্য সহায়তা করে ব্যবসায়ী প্রশংসীত

প্রকাশঃ ২০২০-০৬-০৪ - ১৭:৫৯

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) : বিশ্বব্যাপী বিরাজমান (কোভিড-১৯) পরিস্থিতিতে ব্যক্তিগত অর্থায়নে সুরক্ষা সামগ্রী ও খাদ্য সহায়তা প্রদান করে পঞ্চগড়ের আটোয়ারীতে জনৈক ব্যবসায়ী প্রশংসীত হয়েছেন। উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারের মেসার্স অর্নি রাকিন কম্পিউটারস এন্ড ষ্টেশনারীজের সত্বাধিকারী আলহাজ¦ মো: আবুল কালাম আজাদ করোনা প্রাদুর্ভাবের শুরু থেকে মাঠ পর্যায়ে কর্মরত সংশ্লিষ্টদের সুরক্ষা সামগ্রী প্রদান করে সহযোগিতার হাত বাড়িয়ে এমন প্রশংসা কুড়িয়েছেন। তাছাড়া তিনি উপজেলার প্রায় শতাধিক কর্মহীণ হয়ে পড়া মানুষকে খাদ্য সহায়তাও করেন। আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শারমিন সুলতানা, উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ হুমায়ন কবির ও আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীনের মাধ্যমে তিনি পিপিই, গ্লোভস্, ফেসশিট ও হেন্ড স্যানিটাইজার প্রদান করেন। এছাড়াও তিনি উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলার দুই প্রেসক্লাবের সম্পাদকদ্বয় সহ আরো অনেককে পিপিই সহ যাবতীয় সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন। এ ব্যাপারে ব্যবসায়ী আলহাজ¦ মো: আবুল কালাম আজাদ বলেন, আমি ছোটখাট ব্যবসা করি। তারপরও করোনা দুর্যোগে সামাজিক দায়িত্ববোধ ও নৈতিকতার আলোকে সাধ্যানুযায়ী আমার সহযোগিতা কার্যক্রম অব্যাহত রাখতে চেষ্টা করবো। দেশের এমন ক্রান্তিলগ্নে সমাজের বিত্ত্বশালীদের এগিয়ে আসতেও অনুরোধ জানান এ ব্যবসায়ী। তার করোনা কালীন সহযোগিতার বিষয়টি আটোয়ারীতে প্রশংসীত হয়েছে।