মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদের ২য় বারের নির্বাচিত চেয়ারম্যান মো: আবু জাহেদ চলমান করোনা সহ সকল যুদ্ধে সর্বাত্মক সেবা দিয়ে ইউনিয়নবাসীর মন জয় করেছেন। করোনা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে তিনি জীবনের ঝুঁকি নিয়ে ইউনিয়নবাসীকে রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছেন। ইতিমধ্যে তিনি করোনা পরিস্থিতি ছাড়াও বিগত দিনে ইউনিয়ন বাসীর যেকোন দূর্যোগে নিজের আরাম আয়েসকে বিসর্জন দিয়ে নেমে পড়েন ইউনিয়নবাসীর সেবায়। ৬ ইউনিয়ন নিয়ে গঠিত আটোয়ারী উপজেলার মধ্যে ভৌগলিক অবস্থানে রাধানগর ইউনিয়নটি উপজেলা সদরকে ঘিরে গড়ে উঠায় স্বভাবতই এই ইউনিয়নটি নানান দিক থেকে গুরুত্বপূর্ণ ইউনিয়ন হিসেবে আটোয়ারীবাসীর কাছে সমাদৃত। সেকারণে এই ইউনিয়নের জন প্রতিনিধি নির্বাচিত হওয়া যেমন গুরুত্বপূর্ণ এবং উপজেলা পরিষদ ও প্রশাসনের সাথে প্রায় সকল কাজে অংশিদারিত্বের পাশাপাশি এখানকার জনপ্রতিনিধিদের কাজের পরিধিও অনেক বেশী। ইউনিয়ন বাসী যে ভালোবাসা এবং আশা নিয়ে মানুষ তাকে চেয়ারম্যানের চেয়ারে বসিয়েছিল সে জায়গা থেকে তিনি কখনও কাউকে অবহেলার দৃষ্টিতে দেখেন নি। চলমান করোনা পরিস্থিতিতে সরকারী সহায়তার পাশাপশি ব্যক্তিগত তহবিল থেকে করোনায় বেকার হওয়া পাঁচ হাজারের অধিক শ্রমজীবি মানুষকে সাধ্যানুযায়ী খাদ্য সহায়তার চেষ্টা করেছেন। করোনা মোকাবিলায় তিনি ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ থেকে শুরু করে সকল সদস্যের সুরক্ষার কথা ভেবে ব্যক্তিগত অর্থায়নে পিপিই, মাস্ক সরবরাহ করে শুধু আটোয়ারী নয় জেলার সকল ইউ’পি চেয়ারম্যানকে পেঁছনে ফেলে দৃষ্টান্ত স্থাপন করেছেন। অপরদিকে সরকারের সকল সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে সেগুলো বাস্তবায়নে আবার কঠোর অবস্থান গ্রহন করেছেন। চেয়ারম্যান হিসেবে সম্মাননার পুরস্কার সরুপ তিনি ইতিমধ্যে সরকারীভাবে বিদেশ ভ্রমনের সুযোগ গ্রহন করেন।
একান্ত সাক্ষাৎকারে এ প্রতিনিধিকে চেয়ারম্যান মো: আবু জাহেদ বলেন, আমার কাছে কখনো কেউ কোন প্রকার সাহায্যের জন্য এসে খালি হাতে ফিরে যায়নি। অতীতে ডেঙ্গু, বন্যা ও কালবৈশাখী ঝড় সহ ইউনিয়ন বাসীর সকল দুর্যোগে আন্তরিকতার সাথে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। মানুষ যে আশা এবং বিশ^াস নিয়ে আমাকে চেয়ারে বসিয়েছে সে দায়ভার থেকে জীবনের বিনিময়ে হলেও সেবা করে যাব। #